মিন্টু ইসলাম:
বগুড়া শেরপুরে গত ২৫ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা মালিক-শ্রমিক যৌথ কমিটির উদ্যোগে জননেতার বহিষ্কার প্রত্যাহারের দাবীতে মালিক শ্রমিক ও ছাত্র-জনতার সমাবেশে মালিক শ্রমিক যৌথ কমিটির সভাপতি আরিফুর রহমান মিলন এর সভাপতিত্বে ধুনটমোড়স্থ পৌর টার্মিনালে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র কমিটির প্রধান উপদেষ্ঠা শেরপুর-ধুনটের গণমানুষের জনপ্রিয় জননেতা আলহাজ্ব জানে আলম খোকা।
এসময় বগুড়া শেরপুরে মালিক শ্রমিক ও ছাত্র জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেরপুর ধুনটের গণমানুষের জননেতা আলহাজ্ব জানে আলম খোকা বলেন শহীদ জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক হিসাবে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমি শেরপুর ধুনটের বিএনপির জন্মলগ্ন থেকেই বিএনপির হয়ে কাজ করেছি, চক্রান্তের কারণে বহিষ্কার হলেও আমি বিএনপির হয়ে কাজ করে আসছি বিগত সময়ে ও এখনো।
এসময় তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দেশে আসার জন্য শুভকামনা করে সকল মামলা প্রত্যাহার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। উক্ত সমাবেশে বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব জানে আলম খোকার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দলীয় হাইকমান্ডের সুদৃষ্টি কামনা করে মালিক শ্রমিক ও ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শেরপুর মালিক-শ্রমিক যৌথ কমিটির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শফিকুল ইসলাম শিরু।
সমাবেশে বগুড়া জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, বগুড়া জেলা বাস মিনিবাস কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজা, উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজু, বগুড়া জেলা ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু রায়হান আজাদ, জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ, শেরপুর ধুনট বন্দর মোটর শ্রমিক কল্যাণ সংস্থার সভাপতি শওকত খন্দকার ও সাধারন সম্পাদক রাজু মোল্লা, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাসমত আলী, সাধারণ সম্পাদক গোলজার রহমান, উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোন্নাফ আকন্দ, অটোটেম্পু-অটোরিক্সা মালিক সমিতির সভাপতি নাজমুল হক, উপজেলা ছমিল মালিক সমিতির নেতা আব্দুল লতিফ সরকার, অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মাহুমুদুল হাসান লিটন, ব্যাটারি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি নূরে আলম শাকিল, সাধারণ সম্পাদক শাহ কিরন, ইউসুফ আব্দুল্লাহ হারুন, মুসলিম উদ্দিন, এনামুল ইসলাম জিন্নাহ, বদিউজ্জামান বদি শ্রমিক নেতা হোসেন আলী ধুল্যা, নিলু ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।