https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 29 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে চুরি যাওয়া অটো চার্জার ভ্যান উদ্ধার ও এক চোর গ্রেফতার

admin
January 29, 2025 10:45 pm
Link Copied!

মিন্টু ইসলাম:

বগুড়া শেরপুর থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া ভ্যানসহ এক চোরকে গ্রেফতার করেছেন।  জানা গেছে, বগুড়া জেলার শেরপুর থানার মামলা নং-২৭, তাং-২৮/০১/২০২৫ ইং, ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০। জিআর-২৭/২৫(শেরপুর)। মামলার বাদী মোঃ শাহ আলম এজাহারে উল্লেখ করেন যে, গত ২৮/০১/২০২৫ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় বাদী তাহার অটো ভ্যান গাড়ি নিয়া বাড়ি হইতে বাহির হন। একই তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় বাদী তাহার অটো ভ্যান গাড়িটি শেরপুর থানাধীন শাহবন্দেগী ইউপির অন্তর্গত দুবলাগাড়ি গ্রামস্থ জনৈক মোঃ সাইফুল ইসলাম এর চা স্টলের পূর্ব পাশে পাকা রাস্তার ধারে রাখিয়া উক্ত চা-স্টলে চা খাইতে যায়।

চা খাওয়া শেষে একই তারিখ ০৯.১০ ঘটিকার সময় বাদী তাহার অটো ভ্যান গাড়ি রাখার স্থানে গিয়া গাড়িটি দেখিতে না পাইয়া অনেক খোঁজাখুজি করিয়াও তাহার ভ্যান গাড়িটি পান নাই। বাদীর ধারনা অজ্ঞাতনামা চোর বা চোরেরা ঘটনার তারিখ ও সময়ে বর্নিত ঘটনাস্থল হইতে অটো ভ্যান গাড়িটি চুরি করিয়া নিয়া গেছে, যাহার মুল্য ৫৫,০০০/-(পঞ্চান্ন হাজার) টাকা। পরবর্তীতে বাদী থানায় এজাহার দায়ের করিলে সূত্রক্ত মামলা রুজু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ ময়নুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত করে ইং ২৯/০১/২০২৫ তারিখে সকাল ১০.৩০ ঘঃ অভিযান পরিচালনা করিয়া আন্তঃজেলা  চোর চক্রের দলনেতা মোঃ বাছেদ(৪০), পিতা-মৃত নাজির হোসেন, মাতা-মোছাঃ জাহানারা, সাং-গুয়াডলি, থানা-ধুনট, বর্তমান সাং-চকপোতা(বাগড়া), জনৈক তোফাজ্জলের বাড়ির ভাড়াটিয়া, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে তাহার বর্তমান ঠিকানা হইতে আটক করাসহ আসামীর দেখানোমতে শেরপুর থানাধীন ভবানীপুর ইউপির অন্তর্গত খলিশাগাড়ি গ্রামস্থ জনৈক মোঃ মোন্নাফ এর বসত বাড়ির উত্তর পাশে ফাকা জায়গা হইতে বাদীর চুরি যাওয়া অটো চার্জার ভ্যানগাড়িটি উদ্ধার করেন।এব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং অভিযান অব্যাহত আছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।