https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 4 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও অসংখ্য মামলার আসামি ১ জন চোর গ্রেফতার

admin
March 4, 2025 11:23 pm
Link Copied!

মিন্টু ইসলাম:

বগুড়া শেরপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও অসংখ্য মামলার আসামি ১ জন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়ার শেরপুরে গতকাল সোমবার থানার মামলা নং-০২, জিআর নং-৫১/২৫, ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০ সুত্রে জানা যায়, মামলার বাদী অত্র মামলার বাদী ইং-০৩/০৩/২০২৫ খ্রিঃ সকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় তাহার ব্যবহৃত পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, যাহার রেজিঃ নং-বগুড়া-ল-১৩-৫৪৬৪, ইঞ্জিন নং-উঐঢঈখঋ৩২৭০৩, চেসিস নং-চঝটঅ১ ১ঈণ৯খটঞঐ৫৭৯২৩৮ মূল্য ১,৭৮,৯৯৯/-টাকা শেরপুর থানাধীন শেরপুর পৌরসভার অন্তর্গত কোর্টপাড়া গ্রামস্থ বাসস্ট্যান্ড সংলগ্ন আহলে হাদিস মসজিদে নামাজ আদায় করার জন্য যায়। বাদী তাহার ব্যবহৃত বর্ণিত মোটর সাইকেলটি উক্ত মসজিদের মেইন গেইটের সামনে পাকা রাস্তার উপরে রাখেন। বাদী মসজিদ হইতে ফজরের নামাজ আদায় শেষে একই তারিখ সকাল অনুমান ০৬.৩০ ঘটিকার সময় তাহার মোটর সাইকেল রাখার স্থানে গিয়া দেখিতে পান যে, বাদীর বর্ণিত মোটর সাইকেলটি চুরি হইয়া গিয়াছে। পরবর্তীতে বাদী তাহার চুরি যাওয়া মোটর সাইকেলটি খোঁজাখুজি করিয়া না পাইয়া থানায় আসিয়া অত্র মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ মইনুল ইসলাম মামলাটি তদন্তভার গ্রহন করিয়া বাদীর চুরি যাওয়া মোটর সাইকেল উদ্ধারের নিমিত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করিয়া ইং-০৪/০৩/২০২৫ তারিখ রাত্রি ০১.১৫ ঘটিকার সময় শেরপুর থানাধীন ধুনট মোড় সিএনজি ষ্ট্যান্ড হইতে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ রফিক (৪৫), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-মোসাঃ ফেলেনা আক্তার, সাং-কলাতলী(গলবাড়ী), থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জকে বাদীর চুরি যাওয়া মোটরসাইকেলসহ আটক করা হয়। আসামীর হেফাজত হইতে পাওয়া বাদীর চুরি যাওয়া বর্ণিত মোটর সাইকেলটি উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। অন্যান্য আসামী পালিয়ে যায়। তদন্তকালে জানা যায়, ধৃত আসামী আন্তঃজেলা চোর দলের সক্রিয় সদস্য। ধৃত আসামী তার অন্যান্য সহযোগীসহ দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে মোটর সাইকেল চুরি করিয়া আসিতেছে। মামলার তদন্ত চলিতেছে।

থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করিয়া দেখা যায়, ধৃত আসামী ১। মোঃ রফিক  এর বিরুদ্ধে ১। ডিএমপি এর গুলশান থানার এফআইআর নং-৩৩/৩৩, তারিখ- ৩১/০১/২০১৯; ধারা-৩৬(১) সারণির ১০(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ২। জিএমপি এর গাছা থানার এফআইআর নং-১৩, তারিখ- ১৫/০২/২০২৩; জিআর নং-৩৯, ধারা-4 The Public Gambling Act,1867; ৩। জিএমপি এর টঙ্গী পূর্ব থানার এফআইআর নং-২০/৩৩৫, তারিখ-১৩/০৭/২০২১; ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৪। জিএমপি এর সদর থানা থানার এফআইআর নং-৩৫, তারিখ- ১৪/০২/২০২৪; জিআর নং-৮৮, ধারা- 392 The Penal Code, 1860; ৫। ডিএমপি এর ভাষানটেক থানার এফআইআর নং-১১/১১, তারিখ-২৬/০১/২০১৪; ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; ৬। ডিএমপি এর ভাষানটেক থানার এফআইআর নং-১২, তারিখ- ২৬/০১/২০১৪; ধারা-৪/৫/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; ৭। ডিএমপি এর কাফরুল থানার এফআইআর নং-৩৬, তারিখ-২৩/০১/২০১৪; ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০; ৮। কিশোরগঞ্জ এর করিমগঞ্জ থানার এফআইআর নং-১০, তারিখ-১২/০৬/২০১৭; ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০, ৯। কুমিল্লা এর চৌদ্দগ্রাম থানার এফআইআর নং-১৪, তারিখ-২০/১১/২০০৭; ধারা-১৪৩/৪৪৭/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০; ১০। জিএমপি এর কাশিমপুর থানার এফআইআর নং-১৭, তারিখ- ১৭/০১/২০২৫; জিআর নং-১৭, ধারা-411 The Penal Code, 1860 মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম শফিক বলেন চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে মালিককে দেওয়া হবে এবং গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।