বগুড়া প্রতিনিধি:
বগুড়ার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা শেরপুর উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। গত রবিবার ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় শেরপুর থানা পরিদর্শনের মাধ্যমে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা শেরপুর উপজেলা পরিদর্শন শুরু করেন। সকাল ১১:৩০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন ও অফিসারদের সাথে মতবিনিময় শেষে ছাত্র জনতার আন্দোলনে আহত ব্যক্তি/ পরিবারের মাঝে আর্থিক অনুদান এবং বেকার যুব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এসময় তিনি নব নির্মিত অফিসার্স ক্লাবের ব্যাডমিন্টন কোর্টের শুভ উদ্বোধন করেন।
দুপুর সাড়ে ১২ টায় পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম দর্শন ও উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন করেন এবং দুপুর ১ টায় উপজেলা পরিষদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠের মেহরাব নির্মাণ প্রকল্পের ফলক উন্মোচন করেন। দুপুর ১:৩০ টায় গাড়িদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, গাড়িদহ কমিউনিটি ক্লিনিক এবং দুপুর ২ টায় গাড়িদহ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। দুপুর ২:৩০ টায় উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা উপজেলার দড়িবাংড়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার এস এম রেজাউল করিম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।