https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 18 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কৃষি বার্তা
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. খোলা কলাম
  13. গনমাধ্যাম
  14. গাইবান্ধা
  15. গাজীপুর
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অত্যাধুনিক ধারালো ২টি বার্মিজ চাকুসহ গ্রেফতার ২

admin
March 18, 2025 12:11 am
Link Copied!

মিন্টু ইসলাম:

বগুড়া শেরপুর থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে, একটি অত্যাধুনিক ধারালো বার্মিজ চাকু সহ গ্রেফতার একজন, অস্ত্র আইনে মামলা দায়ের এবং বিজ্ঞ আদালতে সোপর্দ। শেরপুর থানা পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনাকালে ইং ১৭/০৩/২০২৫ খ্রিঃ রাত্রী ০০:৩০ ঘটিকার সময় শেরপুর থানার পৌরসভাধীন দাড়কিপাড়ারোড টাউন কলোনী গ্রামস্থ জনৈক মোঃ আশেক মাহমুদ রুমান (৪১), পিতা-মৃত ইবনে মোস্তফা @ তাজ, এর বাড়ির সামনে পাকা রাস্তার উপরে হইতে আসামী ১। মোঃ বাচ্চু মিয়া (৪৬), পিতা-মৃত ছলিম উদ্দিন, সাং-কোর্টপাড়া, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে আটক করা  হয়।

 

তার হেফাজত হতে ১। একটি বার্মিজ চাকু, যাহা বাট সহ লম্বা ১০ ইঞ্চি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে শেরপুর থানার মামলা নং-২০, তারখি- ১৭ র্মাচ, ২০২৫; জি আর নং-৬৯, ধারা-19(f) The Arms Act, 1878 রুজু করা হয়। ইং ১৭/০৩/২০২৫ তারিখে তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়। এছাড়াও বগুড়া শেরপুর থানাধীন ০১নং কুসুম্বী ইউপির অন্তর্গত বেলঘরিয়া বাজারস্থ জনৈক মোঃ আমিনুল ইসলাম এর ইলেক্ট্রিক দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১।মোঃ নাজমুল ইসলাম ওরফে নাইম (২৪), পিতা-মোঃ মাহফুজুর রহমান টিটু, গ্রাম-জামুর (দক্ষিন জামুর), থানা- শেরপুর, জেলা-বগুড়াকে আটক করা  হয়।

শেরপুর থানায় অস্ত্র উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালে, গত ইং ১৫/০৩/২০২৫ তারিখ রাত্রী ১৯.০৫ ঘটিকার সময় একটি বার্মিজ চাকু, যাহা বাট সহ লম্বা ১০ ইঞ্চি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে শেরপুর থানার মামলা নং-১৮, তারিখ- ১৫ মার্চ, ২০২৫; জি আর নং-৬৭, ধারা-19(f) The Arms Act, 1878 রুজু করা হয়। এব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম শফিক জানান অপরাধমুক্ত শেরপুর গড়তে এই অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।