স্টাফ রিপোর্টার:
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে দুই কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণের দাবিতে শেরপুর উপজেলা বিএনপি গত ১ ফেব্রুয়ারি ২০ হাজার স্বাক্ষরসহ সড়ক উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করে। একই দিনে এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে হাজারো মানুষ অংশ নেন, যা এই দাবির প্রতি জনগণের ব্যাপক সমর্থন স্পষ্ট করে।
এরই ধারাবাহিকতায়, ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বগুড়া-৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও SASEC প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক ড. এমডি ওয়াজিউর রহমানের সাথে সাক্ষাৎ করেন। এ সময় সাসেক প্রকল্পের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তিনি ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সাসেক প্রকল্পের কর্মকর্তারা জানান, শেরপুর শহরের প্রয়োজনীয়তা বিবেচনায় প্রাথমিক নকশায় ফ্লাইওভার অন্তর্ভুক্ত ছিল। তবে স্থানীয় তৎকালীন সরকারদলীয় রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী সমিতির নেতাদের চাপে সেটি বাতিল করা হয়। এখন ফ্লাইওভার নির্মাণের জন্য অর্থ বরাদ্দসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে।
জনশ্রুতি আছে, শুধু রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী নেতারাই নন, আরও একটি চক্র এই ফ্লাইওভার নির্মাণের বিরোধিতা করেছিল। তাদের ধারণা, ফ্লাইওভার হলে সড়ক পরিবহন থেকে অবৈধ চাঁদা সংগ্রহ করা সম্ভব হবে না। তাদের স্বার্থরক্ষার লোভের কারণে আজ শেরপুরবাসী ভোগান্তির শিকার।
তবে শেরপুরবাসীর ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নে আমরা জনগণের পাশে আছি। সকল বাধা-বিপত্তি অতিক্রম করে শেরপুরে ফ্লাইওভার নির্মাণ করেই ছাড়বো, ইনশাআল্লাহ!

