https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 10 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে বিগত আওয়ামী সরকারের উন্নয়ন’ একাই দাঁড়িয়ে আছে ব্রিজ জনদুর্ভোগে এলাকাবাসী

admin
September 10, 2025 3:02 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় নতুনপাড়া এলাকায় বিগত আওয়ামী সরকারের আমলে উন্নয়ন কাজে নির্মিত ব্রিজটি এখন এলাকাবাসীর দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিজের মূল কাঠামো নির্মাণ সম্পন্ন হলেও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এর সুফল পাচ্ছে না মানুষ। প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন এলাকার হাজারো মানুষ।

এলাকাবাসীর দাবি, দ্রুত ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হলে তারা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন এবং দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন। এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘোড়দৌড় গ্রামে নির্মাণ হওয়া ব্রিজটির পূর্ব পাশে রয়েছে একটি আলীম মাদ্রাসা, যেখানে প্রতিদিন শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে। সংযোগ সড়ক না থাকায় তাদের চলাচলে চরম সমস্যা হচ্ছে।

মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন, এতো উচু ব্রিজে আমরা উঠতে পারিনা, ফলে অনেকখানি রাস্তা ঘুরে আমাদের মাদ্রাসায় যেতে হয়। এতে সময় নষ্ট হয় এমনকি অনেক সময় ক্লাস মিস হয়ে যায় আমাদের।
অন্যদিকে ব্রিজটির পশ্চিম পাশে রয়েছে এলাকার একমাত্র বাজার। ফলে বাজারে যাওয়া-আসা দুস্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে বয়স্ক ও অসুস্থ মানুষদের জন্য বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে। জরুরি অবস্থায় রোগী হাসপাতালে নিতে গিয়েও বিপাকে পড়ছেন এলাকাবাসী।

স্থানীয় ভুক্তভোগী বাসিন্দা জাহাঙ্গীর ইসলাম জানান, ব্রিজ নির্মাণ হয়েছে অনেকদিন আগে, কিন্তু রাস্তা না হওয়ায় এই ব্রিজ আমাদের কোন কাজে আসছেনা। বাজারে যেতে হলে অনেক ঘুরতে হয়। অসুস্থ মানুষদের সময়মতো হাসপাতালে নিতে পারি না।
এ ব্যাপারে খামারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাজেদুর রহমান মিলন বলেন, ব্রিজটি নির্মাণ হলেও সংযোগ সড়কের কাজ এখনো শুরু হয়নি। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। খুব দ্রুতই কাজ শুরু হবে বলে আশা করছি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।