https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 24 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে মসজিদে চুরি

admin
January 24, 2025 12:09 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুর মসজিদের দানবাক্সের তালা ভেঙ্গে টাকা, দুটি মাইক্রোফোন ও দুটি মাইকসেট চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী দহপাড়া (মধ্যপাড়া) জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে। কিছুদিন আগেও একই ইউনিয়নের কাফুরা জামে মসজিদের তালা ভেঙ্গে চোরেরা ব্যাটারি চুরি করে নিয়ে গেছে।

মসজিদে ইমাম ও মোয়াজ্জিন হেদায়েতুল্লাহ শিব্বির বলেন, বুধবার এশার নামাজ শেষে মসজিদ তালা দিয়ে বাড়িতে চলে যাই। ভোরে ফজরের আজান দেয়ার জন্য মসজিদে এসে তালা খুলে ভিতরে গিয়ে দেখতে পাই মাইকসেট নেই। পরে স্থানীয়দের ডাকাডাকি করলে তারা এসে দেখতে পান জানালার গ্রীল কেটে কে বা কারা মসজিদের দুটি মাইক সেট, দুটি মাইক্রোফোন ও দানবাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম জানান, ১ বছর পর পর রমজানের সময় দানবাক্সের তালা খুলে তারা টাকা বের করেন। এর মধ্যে দান বাক্সের সমস্ত অর্থ চুরি হয়ে গেল।এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম গনমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। চোর সনাক্ত করে দ্রুত চোরকে আটক ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।