মিন্টু ইসলাম:
বগুড়া শেরপুরে জুলাই বিপ্লবের পর বিএনপির নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার রাজনৈতিক মামলার অন্যতম গ্রেফতারকৃত আসামী হলো মোঃ আতিকুল ইসলাম আতিক(২৯), সাংগঠনিক সম্পাদক , বাংলাদেশ ছাত্রলীগ, ৬ নং সুঘাট ইউপি শাখা, শেরপুর, বগুড়া, পিতা-মোঃ কামরুল ইসলাম , মাতা- মোছাঃ আনোয়ারা বেগম সাং-বিনোদপুর, ৬ নং সুঘাট ইউপি, থানা শেরপুর, জেলা বগুড়াকে গত ১ জানুয়ারি বুধবার দুপর সাড়ে ১১ টায় শেরপুর থানাধীন বিনোদপুর বাজার এলাকা হইতে গ্রেফতার করা হয় এবং বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
যার মামলা নং বগুড়া এর শেরপুর থানার এফআইআর নং-০২, তারিখ- ০২ নভেম্বর, ২০২৪; জিআর নং-৩০৮/২০২৪, ধারা- 143/323/324/325/326/307/506/114/34 The Penal Code, 1860 তৎসহ 3/4 The Explosive Substances Act, 1908 । এব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান উক্ত এজাহার ভুক্ত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় এবং আদালত শুনানি অন্তে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

