মিন্টু ইসলাম:
বগুড়া শেরপুরে ভাংচুর ও বিস্ফোরক আইনে মামলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ও নিষিদ্ধ ঘোষিত বগুড়া শেরপুরের শাহবন্দেগী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য শাহ মোহাম্মদ রিফাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌণে আটটার দিকে শেরপুর উপজেলা গেইট থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি রবিন মন্ডল শেরপুর পৌরসভার নয়াপাড়া এলাকার মৃ’ত সুলতান মাহমুদের ছেলে এবং শেরপুর পৌর স্বেচ্ছােসেবক লীগের সমাজকল্যাণ সম্পাদক। আরেকজন বগুড়া শেরপুর থানার বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় গ্রেফতারকৃত আসামী হলেন শাহবন্দেগী ইউনিয়নের ছাত্রলীগের সদস্য মোহাম্মদ রিফাত হোসেন (২৩) পিতা-মোঃ রহিদুল ইসলাম মাতা- মোছাঃ মালেকা বেগম, সাং-কৃষ্ণপুরনামা পাড়া, ইউনিয়ন – শাহবন্দেগী, থানা- শেরপুর, জেলা- বগুড়াকে গত ৩ জানুয়ারি ২৫ রোজ শুক্রবারে রাত ১১ টায় শেরপুর থানার শেরুয়া বটতলা এলাকা হইতে গ্রেফতার করা হয়। এব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক জানান, গত ২ নভেম্বর ২০২৪ এ দায়ের করা ভাংচুর ও বিস্ফোরক মামলার আসামি রবিন মন্ডল ও রিফাতকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে৷

