https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 23 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কৃষি বার্তা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. খোলা কলাম
  12. গনমাধ্যাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্টগ্রাম

বগুড়া শেরপুরে ১৫ বছরেও সংস্কার হয়নি গ্রামীণ এই সড়কটি: দ্রুত সংস্কার দাবী এলাকাবাসীর

admin
August 23, 2024 9:33 pm
Link Copied!

মিন্টু ইসলাম,

২৩ আগস্ট শুক্রবার বগুড়া শেরপুরের দুবলাগাড়ী টু খন্দকার টোলার রোডের বর্তমান অচলাবস্থায় অত্র এলাকার মানুষ খুব কস্টে চলাচল করছেন । জানা গেছে, দীর্ঘ ১৫ বছরেও সংস্কার হয়নি এই সড়কটি।

কারণ হিসেবে অনেকে অনেক মন্তব্য করেছেন দুবলাগাড়ীর এই এলাকার বাসিন্দা শামিম হোসেন জানান রাস্তাটি দ্রুত সংস্কার প্রয়োজন। কুসুম্বী ও শাহবন্দেগী এই দুইটি ইউনিয়নের এই আধা কিলোমিটার সড়কটি কেউ ঠিক করেনি গত ১৫ বছরের মধ্যে। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের পরে তখনকার শেরপুরে ধুনটের এমপি মহোদয়ের নির্দেশে এই সড়কটি ড্রেন নির্মান ছাড়া অত্র গ্রামীন জনপদের মানুষের চলাচলের জন্য সংস্কার করা হয়েছিলো। এরপর ৩ বছরের পরে সড়কটি খানাখন্দকে পরিণত হলেও ১৫ বছরে আর সংস্কার হয়নি। ফলে উক্ত সড়কটিতে জনসাধারণ এর চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

শেরপুরে শহরের অদুরে দুবলাগাড়ী টু খন্দকার টোলা যাওয়ার এই আধাকিলোমিটার সড়কের অর্ধেক ১নং কুসুম্বী ইউনিয়নের মধ্যে ‘আরেক অর্ধেক ১০ নং শাহবন্দেগী ইউনিয়নের মধ্যে অবস্থিত হওয়ায় জনদুর্ভোগে অত্র এলাকার মানুষ। অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী খবির উদ্দিন বলেন সড়কটি দ্রুত সংস্কার করা দরকার তা’নাহলে আমাদের চলাচল করতে অনেক অসুবিধা পোহাতে হচ্ছে।

এছাড়াও এই সড়কে যানবাহন চলাচল কমে গেছে রাস্তাটিতে ছোটবড় অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় রিক্সা অটোভ্যানসহ অন্যান্য যানবাহনের ক্ষতি হচ্ছে বলে চালকরা জানিয়েছেন। এজন্য সড়কটি দ্রুততা সময়ের মধ্যে সংস্কার করার জন্য এলাকাবাসীরা বর্তমান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।