https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 8 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুর টু নন্দীগ্রাম রোডে সিএনজিতে চাঁদাবাজির কারণে দুর্ভোগে যাত্রীরা

admin
January 8, 2025 10:10 pm
Link Copied!

মিন্টু ইসলাম:

বগুড়া শেরপুরে গতকাল ৮ জানুয়ারি বুধবার সরেজমিনে শেরপুর টু নন্দীগ্রাম রোডে যাত্রীদের দুর্ভোগ পোহাতে দেখা যায়, বাসস্ট্যান্ড থেকে সিএনজিতে উঠে শেরপুরের বেলঘড়িয়া পার হয়ে ভাদাই (নতুন ব্রীজ) নামক স্থানে ব্রীজের উপর নামতে হয় নন্দীগ্রাম যাওয়ার যাত্রীদের উঠতে হয় অন্য সিএনজিতে এবং নন্দীগ্রাম থেকে আসা সিএনজির যাত্রীরাও সেখানে নেমে অন্য সিএনজিতে উঠতে হয়। যাত্রী নুর আলম বলেন এতোকস্ট করে আমরা বিজয় আনলাম কিন্তু এখনো চাঁদাবাজ নির্মুল হলোনা আজ একটির বদলে দুটি গাড়িতে উঠতে হচ্ছে এটা মেনে নেওয়া যায়না।

আরেক যাত্রী মোছাঃ সুমাইয়া খাতুন বলেন একদল গেছে আরেকদল আসছে খাওয়ার জন্য তাহলে আমরা কোনদিকে যাবো। শেরপুরের সিএনজি চালকরা জানান আমাদের কাছে থেকে ৫০ টাকা চাঁদা নেয়। নন্দীগ্রাম থেকে আসা সিএনজির চালক জাহাঙ্গীর বলেন আমরা কোনো  চাদা দেইনা শুধু চেইন মাস্টারকে ১০ টাকা দেই সিরিয়ালের জন্য।

এব্যাপারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর উপজেলার ট্রেড ইউনিয়ন সম্পাদক আবু রায়হান রবির কাছে জানতে চাইলে তিনি বলেন শেরপুরে ইদানীং চাঁদাবাজি বেড়ে গেছে। আমাদের ইউএনও মহোদয় ইতিমধ্যেই চাদা বন্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে আশাকরি খুবদ্রুত এই সমস্যা সমাধান হবে। শেরপুর থেকে নন্দীগ্রাম যাওয়ার যাত্রীদের অল্টার করে যাওয়া এই সমস্যা দ্রুত দুরহোক এমনটাই সিএনজির চালকরা দাবী করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।