মিন্টু ইসলাম :
বগুড়ার শেরপুর থানার জুয়াবিরোধী অভিযানে আটক ৫জন ,টাকা দিয়ে তাস খেলার ( জুয়া খেলা) অপরাধে, জুয়া খেলার উপকরণ এবং নগদ ৭৫০০( সাত হাজার পাঁচ শত)টাকা সহ ৫ জন জুয়ারী আটক করেছে পুলিশ। জানা গেছে, বগুড়া জেলার শেরপুর থানার জুয়া বিরোধী বিশেষ অভিযানে,পরিচালনাকালে, ইং ১৪/০৩/২০২৫ তারিখ রাত্রি ০১.১০ ঘটিকার সময় শেরপুর থানাধীন ০৬নং বিশালপুর ইউপির অন্তর্গত পালাসন গ্রামস্থ জনৈক মোঃ হাফিজার, পিতা-মৃত দবির উদ্দিন এর পরিত্যক্ত উত্তর দুয়ারী মাটির ঘরের মধ্য হইতে টাকা দিয়া জুয়া খেলার সময় ১। মোঃ তাজেম উদ্দিন @ মওদুদ(৪৫), পিতা-মোঃ মনছের আলী , গ্রাম-মাথাইল চাপড়া, ভাগমারা ২।মোঃ আয়েজ উদ্দিন(৪৫), পিতা-মৃত খলিলুর রহমান , সাং-ছোনকা, ৩। মোঃ দুদু মিয়া(৫২), পিতা-মৃত ফয়েজ উদ্দিন , গ্রাম-পালাসন, সর্ব থানা-শেরপুর, জেলা-বগুড়াদেরকে আটক করা হয়। তাহাদের হেফাজত হইতে ৭,৫০০/- (সাত হাজার পাঁচশত) টাকা, ০৩ প্যাকেট USA খোলা তাস এবং ডারবি সিগারেট ০১ (এক) প্যাকেট উদ্ধার করা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরপুর থানার মামলা নং-১৬, তারিখ-১৪ মার্চ, ২০২৫; জি আর নং-৬৫, ধারা- 4 The Public Gambling Act,1867; রুজু করা হয়। এছাড়াও বগুড়া জেলার শেরপুর থানায় জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে, ইং ১৩/০৩/২০২৫ তারিখ বিকাল ১৬.১০ ঘটিকার সময় শেরপুর থানাধীন ০৩নং খামারকান্দি ইউপির অন্তর্গত পারভবানীপুর আমতলা গ্রামস্থ জনৈক মোঃ আবুল কালাম কর্মকার এর কলার বাগানের দক্ষিন পূর্ব পার্শ্ব হইতে টাকা দিয়া জুয়া খেলার সময় আটক ১। মোঃ টুকু মিয়া(৪৩), পিতা-মৃত কফিল উদ্দিন , গ্রাম- পারভবানীপুর (পুর্ব পাড়া), ২। মোঃ আবু বক্কর(৬৫), পিতা-মৃত জালাল , গ্রাম- পারভবানীপুর (পশ্চিমপাড়া) ,উভয় থানা- শেরপুর, জেলা-বগুড়াদ্বয়কে আটক করা হয়। তাহাদের হেফাজত হইতে ১। খেলার তাস ০২ প্যাকেট এবং ২। নগদ ১,৫৩০ (এক হাজার পাঁচশত ত্রিশ) টাকা উদ্ধার করা। তাহাদের বিরুদ্ধে শেরপুর থানার মামলা নং-১৫, তারিখ- ১৩ মার্চ, ২০২৫; জি আর নং-৬৪, ধারা- 4 The Public Gambling Act,1867; রুজু করা হয়। এব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম শফিক জানান আটককৃত জুয়ারিদের ১৪/০৩/২০২৫ শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
