শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাপুনিয়া দাখিল মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত উক্ত অনুষ্ঠানে গাড়ীদহ ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মোঃ তবিবুর রহমানের পরিচালনায় ও অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শেরপুর সরকারী কলেজের সাবেক অধ্যাপক মাওলানা মোঃ মাসউদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক সাবেক ছাত্রনেতা অধ্যাপক মোঃ আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসিক খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের সহ সভাপতি ডাঃ মোঃ আঃ রশিদ গোলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আফছার উদ্দিন আহমেদ, কুসুম্বী ইউনিয়নের আমির মাওলানা মোঃ সাইফুল ইসলাম সাখাওয়াত, নায়েবে আমির মাওলানা আঃ হাই, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ আলী, মাষ্টার আঃ সালাম, ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ আঃ রউফ, আঃ হালিম ও বিশিষ্ট ব্যবসায়ী আমিন উল্লাহ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষাই জাতির মেরুদন্ড ।একাডেমীক শিক্ষার পাশাপাশি ছাত্রদেরকে নৈতিক শিক্ষাও অর্জন করতে হবে নৈতিকতা বিবর্জিত শিক্ষা জাতির কল্যাণ বয়ে আনতে পারে না।

