এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘ ১৬ বছর পর বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে উন্মুক্ত ইফতার অনুষ্ঠিত হলো।
রবিবার বিকালে রায় মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে লাহিড়ীপাড়া ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওঃ বেলাল হোসেনের সভাপতিত্বে ও সহঃ সেক্রেটারী প্রভাষক হেলাল উদ্দিন এর সঞ্চালনায় পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে কুরআন ও হাদীস থেকে মূল্যবান বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর ও বগুড়া সদর ০৬ আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী আবিদুর রহমান সোহেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার মানবসম্পদ বিষয়ক সম্পাদক সেলিম রেজা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, বগুড়া শহর জামায়াতের প্রচার মিডিয়া ও আইসিটি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিম শাখার সাধারন-সম্পাদক হাফেজ আল-ইমরান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা উওর শাখার সাবেক সভাপতি জাকিরুল ইসলাম, অফিস-সম্পাদক আবু হানিফা,লাহিড়ীপাড়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমির আবু ইমরান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লাহিড়ীপাড়া ইউনিয়ন শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি আবু তালহা সেলিম, পীরগাছা সাংগঠনিক থানা শাখার সভাপতি নাহিদ ইসলাম, সেক্রেটারি আলী হাসান,লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী লাহিড়ীপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আমির মোজাফফর হোসেন, সেক্রেটারি মতিয়ার রহমান, ইউনিয়ন জামায়াত নেতা
নুরুন্নবী, আব্দুস সালাম, নুরুল ইসলাম। শেষে দেশ জাতীর সম্মৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
