https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 30 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতি যাচাইয়ে স্বাধীন মূল্যায়নে সহায়তা করবে জাতিসংঘ

admin
September 30, 2025 8:55 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর – জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা ঘোষণা করেছেন যে, বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের প্রস্তুতি যাচাইয়ে একটি স্বাধীন মূল্যায়নে তার দপ্তর সহায়তা দেবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আনুষ্ঠানিক অনুরোধের পর তিনি এ ঘোষণা দেন।

জাতিসংঘের সর্বোচ্চ পর্যায়ের বাংলাদেশি বংশোদ্ভূত এই কূটনীতিক সোমবার নিউইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠককালে জানান, মূল্যায়ন কার্যক্রম আগামী এক মাসের মধ্যে শুরু হবে এবং আগামী জানুয়ারির মধ্যভাগে শেষ হবে। এ কাজ পরিচালনা করবেন একজন আন্তর্জাতিক পরামর্শক এবং একজন বাংলাদেশি বিশেষজ্ঞ, যাতে ভারসাম্যপূর্ণ মূল্যায়ন নিশ্চিত হয়।

মূল্যায়ন প্রক্রিয়ায় সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠন, উন্নয়ন বিশেষজ্ঞ, নাগরিক সমাজ, দাতা সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রতিনিধিসহ বিভিন্ন অংশীজনের মতামত অন্তর্ভুক্ত করা হবে।

অধ্যাপক ইউনুস এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এটি এখন আবেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে উত্তরণের আগে তথ্য-প্রমাণ ভিত্তিক মূল্যায়ন প্রয়োজন।”

রাবাব ফাতিমা উল্লেখ করেন, জাতিসংঘের কাছে বাংলাদেশের সর্বশেষ অর্থনৈতিক তথ্য দুই বছরেরও বেশি পুরনো। “এর মধ্যে অনেক কিছুই বদলে গেছে,” বলেন তিনি।

বৈঠকে অধ্যাপক ইউনুস বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এলডিসি সুবিধার আওতায় এ খাত ব্যাপকভাবে উপকৃত হয়েছে, কিন্তু সঠিক রূপান্তরমূলক ব্যবস্থা না থাকলে উত্তরণের পর ঝুঁকিতে পড়তে পারে।

এছাড়া, তিনি জানতে চান কীভাবে বাংলাদেশের সরকারি কর্মকর্তারা জাতিসংঘের বিভিন্ন দপ্তরে কাজ করার সুযোগ পেতে পারে, যা বাংলাদেশের আন্তর্জাতিক সম্পৃক্ততা আরও বাড়াতে সাহায্য করবে।

বৈঠকে এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।