https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 24 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের নির্বিঘ্ন এলডিসি গ্র্যাজুয়েশনে ডব্লিউটিও’র সহযোগিতা চান প্রধান উপদেষ্টা

admin
September 24, 2025 9:44 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

নিউইয়র্ক, ২৩ সেপ্টেম্বর – প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর পূর্ণ সহযোগিতা কামনা করেছেন, যাতে বাংলাদেশ নির্বিঘ্নে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়া সম্পন্ন করতে পারে।

মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডব্লিউটিও মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওইলার সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

আসন্ন ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করে প্রফেসর ইউনুস বলেন, গ্র্যাজুয়েশন-পরবর্তী সময়ে যেন বাংলাদেশসহ কোনো দেশ বাণিজ্যিক সুবিধা বা বিশেষ বাজার-অধিকারের ক্ষতিগ্রস্ত না হয়। জবাবে ডব্লিউটিও মহাপরিচালক বাংলাদেশের প্রতি তাঁর সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

২০২৬ সালের শেষ দিকে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পথে রয়েছে।

বৈঠকে বৈশ্বিক বাণিজ্যে সুরক্ষাবাদ বৃদ্ধি, বিশ্বায়নের সম্ভাব্য পশ্চাদপসরণ এবং দীর্ঘদিনের আলোচিত ডব্লিউটিও সংস্কার নিয়েও আলোচনা হয়। ড. ওকোনজো-ইওইলা বলেন, উদ্বেগ থাকলেও বৈশ্বিক বাণিজ্যের প্রায় ৭৫ শতাংশ এখনো ডব্লিউটিও’র নিয়মের আওতায় চলছে। তিনি বাংলাদেশকেও এ সংস্কার প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

“ডব্লিউটিওকে সংস্কার করতেই হবে। আমি আপনার সক্রিয় অংশগ্রহণ চাই। আপনার নেতৃত্ব প্রয়োজন,” বলেন তিনি।

প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস জবাবে বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ডব্লিউটিওকে আরও কার্যকর হতে হবে।
“এখনই চ্যালেঞ্জ গ্রহণের সময়,” তিনি মন্তব্য করেন এবং যোগ করেন যে, অর্থবহ সংস্কারের পক্ষে বাংলাদেশ কণ্ঠ উঁচু করতে প্রস্তুত।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুফতেফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।