https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 23 October 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কৃষি বার্তা
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. খোলা কলাম
  13. গনমাধ্যাম
  14. গাইবান্ধা
  15. গাজীপুর
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের বাজারে এলো রয়্যাল এনফিল্ড, কোন মডেলের দাম কত? জেনেনিন

admin
October 23, 2024 4:08 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বাংলাদেশের বাজারে এলো রয়্যাল এনফিল্ড, কোন মডেলের দাম কত? জেনেনিন এখনি। হান্টার, ক্লাসিক, বুলেট ও মিটিওর। ছবি: অন্তর্জাল

অপেক্ষার প্রহর শেষ করে অবশেষে বাংলাদেশের বাজারে এলো ভারতীয় শিল্পগোষ্ঠী আইশার মোটরসের নিয়ন্ত্রণাধীন মোটরসাইকেল রয়্যাল এনফিল্ড। এর মধ্যে রয়্যাল এনফিল্ড বুলেট হলো ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী মোটরসাইকেল নকশা।

স্থানীয় ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ মোটরসের মাধ্যমে ইংরেজ রয়্যাল এনফিল্ড থেকে লাইসেন্স প্রাপ্ত হয়ে, এই কোম্পানিটি বর্তমানে ভারতের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান আইশার মোটরসের একটি সহায়ক প্রতিষ্ঠান।

সোমবার (২১ অক্টোবর) মোটরসাইকেল ব্র্যান্ডটির বাংলাদেশি পরিবেশক ইফাদ মোটরস ৪টি ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড উন্মোচন করেছে। মডেল ৪টি হলো- হান্টার, ক্লাসিক, বুলেট ও মিটিওর।

মোটরসাইকেলগুলো দাম রাখা হয়েছে ৩.৪ লাখ থেকে ৪.৩৫ লাখ টাকার মধ্যে। এর মধ্যে হান্টার ৩৫০-এর মূল্য শুরু হয়েছে ৩.৪ লাখ টাকা থেকে। তবে রঙের ভিন্নতার ওপর ভিত্তি করে দাম বাড়তে পারে।

ক্লাসিক ৩৫০-এর দাম শুরু হয়েছে ৪.০৫ লাখ টাকা থেকে, আর বুলেট ৩৫০-এর মূল্য শুরু হয়েছে ৪.১০ লাখ টাকা থেকে। হাইওয়ে রাইডারদের প্রিয় মিটিওর ৩৫০-এর দাম শুরু হয়েছে ৪.৩৫ লাখ টাকা থেকে।

মঙ্গলবার সকাল থেকে শুরু হবে মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৪৫ দিন পর মোটরসাইকেল ডেলিভারি শুরু করবে কোম্পানিটি।

এর আগে জানা যায়, এই ৪টি মডেলে থাকবে উন্নত ফুয়েল ইনজেকশন সিস্টেম এবং পরিমার্জিত সিঙ্গেল-সিলিন্ডার ‘জে’ (J) সিরিজের ইঞ্জিন। এছাড়া রং ও ব্রেকিং সিস্টেমের ওপর ভিত্তি করে আলাদা ভেরিয়েন্টও থাকবে।

কুমিল্লার চৌদ্দগ্রামে মোটরসাইকেল উৎপাদন কারখানা তৈরি করেছে ইফাদ মোটরস।

দীর্ঘ ২ দশক ইঞ্জিন সক্ষমতার ওপর বিধিনিষেধ আরোপ করে রাখার পর ২০২৩ সালে বাংলাদেশ সরকার স্থানীয়ভাবে উৎপাদিত ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিন সক্ষমতার মোটরসাইকেলের অনুমোদন দেয়।

সুত্র: অনলাইন নিউজ ডেস্ক/প্রাণের শহর বিডি

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।