এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় অভিযুক্ত এবং ২০১৩ সালের আলোচিত নাশকতা মামলার বাদী সমশের আলী তরফদারকে (৫৫) মামলা থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবারের সদস্যরা। স্থানীয়ভাবে সমশের আলী আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত।
মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বড় চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সমশের আলীর নাম এই মামলায় জড়ানো হয়েছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সমর্থক হিসেবে সক্রিয় থাকায় প্রতিপক্ষ রাজনৈতিক গোষ্ঠী ষড়যন্ত্র করে তাকে হয়রানি করছে।
উল্লেখ্য, ২০১৩ সালে ধুনটে সংঘটিত নাশকতার ঘটনায় বিএনপির ৭৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন সমশের আলী তরফদার।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ৩০ মে ধুনট বাজারে হোটেল আরাফাত ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের একদল নেতাকর্মী ওই মিলাদ মাহফিলে হামলা চালিয়ে কার্যালয় ভাঙচুর করে, বিএনপি নেতাকর্মীদের মারধর করে এবং ব্যানারে আগুন ধরিয়ে দেয়।
এই ঘটনার প্রায় আড়াই বছর পর, ২০২৪ সালের ১২ নভেম্বর ধুনট থানায় বিএনপি নেতা ইমদাদুল হক রনি বাদী হয়ে ৬১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল আলম বলেন, “মামলাটি তদন্তাধীন। অভিযোগ অনুযায়ী আইনানুগ প্রক্রিয়ায় তদন্ত কাজ এগিয়ে চলছে। কারও প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে না।

