এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করতে বগুড়ার ধুনট উপজেলার ৩নং চিকাশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) রাতি ৮টার দিকে ইউনিয়নের জোড়শিমুল বাজারস্থ বিএনপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
চিকাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চিকাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ।
সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি নূরে আলম সিদ্দিকী (লাবুল), সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ, ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম (সিপন)।
এসময় আরোও উপস্থিত ছিলেন, চিকাশী ইউনিয়ন যুবদলের নেতা আলমগীর হোসেন, ভুট্টু, বিপ্লব হোসেন, লোকমান হোসেন, আরিফুল ইসলাম আরিফ, মাহমুদুল হাসান বাদল, কামরুল হাসান, আব্দুল মালেক, শাহ- আলম, চিকাশী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল করিম সাধারণ সম্পাদক বাচ্চু শেখ, শ্রমিক দলের নেতা তোফাজ্জল হোসেন, শাহিনুর রহমান, শহিদুল ইসলাম, আব্দুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন, আয়নাল হক।
চিকাশী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শাহ-আলম, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল আলম, চিকাশী ইউনিয়ন তাঁত দলের সভাপতি নাওকত আলী, সাধারণ দুলাল মিয়া, সহ-সভাপতি আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক শিপন মিয়া, তাঁত দলের নেতা আজিজার হোসেন, সমবায় দলের সভাপতি নাঈমুল ইসলাম নাঈম, সাধারণ সম্পাদক শাকিল হক, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ইসলাম, দপ্তর সম্পাদক আয়নাল হক, ছাত্রদলের নেতা মোহাম্মদ বিপ্লব, রাহেল, শিপন, সম্রাট, প্রমুখ।
সভায় বক্তারা বিএনপির গৌরবোজ্জ্বল ইতিহাস ও সংগ্রামের কথা স্মরণ করে বলেন, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য সর্বস্তরের নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

