মোহাম্মদ রেজওয়ান আলী,
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
আজ বৈকাল ৫ ঘটিকায় দিনাজপুর বিরামপুর ব্যস্ততম পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে মোটরসাইকেল আরোহী সাথে থাকা গৃহবধূ কাভ্যাট ভ্যান গাড়ির সংঘর্ষে নিহত হয়েছে।
আজ (পহেলা ফেব্রুয়ারি ২০২৩ ) উক্ত সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন রেশমা বেগম (২১) হাকিমপুর থানাধীন বলরামপুর ডাঙ্গাপাড়া গ্রামের ফসিউল কাউসারের স্ত্রী রেশমা বেগম। এ সময় স্থানীয় জনসাধারণ আহত রেশমা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মনিরা পারভীন মৃত্যু ঘোষণা করেন।
উল্লেখ্য রেশমা বেগম ফুলবাড়ী পিতার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসার পথে বিরামপুর পৌর শহরের ব্যস্ততম সোনালী ব্যাংকের সামনে কাভ্যাড ভ্যান ট্রাকের সংঘর্ষে নিহত হন হয়। উত্তর রেশমার কোলে ছিল ৩ বছরের ছেলে সন্তান রাহি।
আল্লাহর মহিমা উক্ত বাচ্চাটি প্রাণে বেঁচে যান। এ বিষয়ে বিরামপুর থানা অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন উক্ত গাড়িটি থানায় জব্দ করা হয়েছে বলে জানান।