মিন্টু ইসলাম:
মানুষের তৈরি করা মতবাদ ও দর্শন দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, সৃষ্টি যার আইন চলবে তার আল কোরআনের সমাজ বিনির্মাণের মধ্যেই মানবতার কল্যাণ নিহিত রয়েছে কথা গুলো বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা জামায়াতের আমীর শেরপুর ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমান। বগুড়ার শেরপুর খানপুর ইউনিয়ন দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) খানপুর কয়েরখালী বাজার বাদ মাগরিব উক্ত ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মুহাম্মদ গোলাম সরোয়ার এর সঞ্চালনায় ও ইউনিয়ন আমীর মোঃ আব্দুল খালেক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মোঃ আনিছুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক মোঃ মঈনুল ইসলাম ,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ মহিবুল হক প্রমুখ।
