এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জে মূর্তি শফী কাজ্জাবী কে শিবগঞ্জ হতে বয়কট করার দাবীতে শিবগঞ্জ উপজেলা আহলে সুন্নাতওয়াল জামায়াত এর আয়োজনে মঙ্গলবার দূপূরে ভাইয়ের পুকুর বাজারে মানব বন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলার ওসলগাড়ী রহমানিয়া তরবার শরীফ এর পীরজাদা আতাউর রহমান, বগুড়া সদরের রামশহর দরবার এর খলিফা এমএম রাশেদ নূরনী আল মোজাদ্দেদী,
হক্বের দাওয়াত সিদ্দীকিয়া দরবার এর প্রধান মুফতি আবু হোরায়রা হাসান সিদ্দীকী, বগুড়া ঝোপগাড়ী দরবার শরীফ জামে মসজিদ এর খতিব মাওঃ ফরহাদ হোসাইন, রামকান্দি জামে মসজিদ এর খতিব মাওঃ মাজেদ হোসাইন, গুজিয়া জামে মসজিদ এর খতিব মাওঃ মোঃ হযরত আলী প্রমুখ।
বক্তরা বাতিলের মহা আতঙ্ক মুহাম্মাদ এমএমডি আশরাফ আলীমুল্লহ্ সিদ্দীকী উনার নামে বানোয়াট আক্বিদা ও মিথ্যাচার করায় বগুড়া জাহিল মাদরাসা তথাকথিত মূর্তি শফী কাসেমী কে বগুড়া শিবগঞ্জ উপজেলা হতে অবাঞ্চিত ঘোষণা করে হুশিয়ারি করে দেন।