https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 14 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর সাভারে হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান গ্রেপ্তার

admin
September 14, 2025 5:17 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার সাভার এলাকায় তুহিন আহমেদ নামে এক ব্যক্তি হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীনের আদালত এই আদেশ দেন বলে মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার ইন্সপেক্টর মো. আশিক ইমাম নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি ভিকটিম তুহিন আহমেদ হত্যা মামলায় আসামিকে গ্রেপ্তার দেখানো আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার ইন্সপেক্টর মো. আশিক ইমাম। ওইদিন আসামির উপস্থিতিতে শুনানির রোববার তারিখ ধার্য করেন আদালত। শুনানিকালে আসামিকে কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। পরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই সাভার মডেল থানার বাসস্ট্যান্ডের আর.এস টাওয়ারের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে পাকা রাস্তার ওপর তুহিন আহমেদ আন্দোলনে অংশগ্রহণ করেন। এ সময় আসামিদের আগ্নেয়াস্ত্রের এলোপাতাড়ি গুলিতে তুহিন আহমেদের পেটে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। পরে ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই তার মৃত্যু হয়। ওই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পরে চলতি বছরের ২৬ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরদিন তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।