দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
লক্ষ্মীপুরের রামগতি উপকূলবাসীর জন্য আজ অত্যন্ত আনন্দের দিন। রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এতোদিন আল্ট্রাসনোগ্রাম, থাইরয়েড হরমোন পরীক্ষা, ডায়াবেটিস রেগীদের গড় পরীক্ষা ,হার্টের এনজাইম পরীক্ষা ,অত্যাধুনিক ডেন্টাল সেবা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা এবং প্রস্রাব পরীক্ষা চালু থাকলেও একটি উন্নত মানের ডিজিটাল এক্স রে পরীক্ষার অভাব ছিল।
স্বাস্থ্য অধিদপ্তর এর ‘জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি’ এর আওতায় সরবরাহকৃত এই ‘ Portable x ray machine with artificial intelligence ‘ মেশিনটি পূর্ন মাত্রায় চালু করনে এতোদিন বাধা ছিল একটি উন্নত প্রযুক্তির প্রিন্টার মেশিনের অভাব।
লক্ষ্মীপুর – ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন স্যারের পৃষ্ঠপোষকতায় এবং রামগতি উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব শরাফত উদ্দীন আজাদ মহোদয় এর আন্তরিক সহযোগীতায় আজ সেই অভাবটি পূরণ হলো।
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আধুনিকায়নের স্বপ্নদ্রষ্টা রামগতি উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. কামনাশিস মজুমদার স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ সর্বাধুনিক প্রযুক্তির এক্স রে মেশিন স্থাপিত হয়েছে।
এটি একটি ‘ Digital portable xray with AI ‘ মেশিন.
এই এক্স রে মেশিন এর সবচেয়ে উল্লেখযোগ্য দিক সর্বাধুনিক ‘ কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial intelligence ‘ প্রযুক্তির সংযোজন।
এই প্রযুক্তির সংযোজন এর ফলে এই এক্স রে মেশিন একটি যথাযথ এক্স রে ফিল্ম তৈরি করার পাশাপাশি কোন রেডিওলজিস্ট এর সহযোগিতা ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতায় খুবিই নির্ভূলভাবে একটি সঠিক এবং মানসম্মত রিপোর্টও প্রদান করতে পারবে।
