স্টাফ রিপোর্টার:
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার জাতীয়তাবাদী দল (বিএনপি) বগুড়া সদর উপজেলা শাখার উদ্যোগে মহাস্থান মাজার মসজিদে জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলের সভাপতিত্বে দোয়র মাহফিল পূর্বক আলেচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিেেশষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যন আলী আজগর তালুকদার হেনা। আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের জন্য তার অবদান এবং স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরেন। দেশের মানুষের জন্য তার অবদান দেশবাসী কখনো ভুলবে না। বক্তারা বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় ছিলে এবং তার নির্দেশনায় বাংলাদেশ বিশ্বব্যাপী শ্রদ্ধার সাথে পরিচিত ছিলো।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেদৌস আলম পিলু, সাধারন সম্পাদক আইয়ুব খান, লাহিহীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাফতুন, সাধারন সম্পাদক আপেল মাহমুদ, শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম মৃধা, সাধারন সম্পাদক দুলাল, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক, নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাশদ বজলু, সাধারন সম্পাদক শাহ আলম জনি, নামুজা ইউনিয়ন বিএনপির সভাপতি বক্কর মাষ্টার, সাধারন সম্পাদক আব্দুল হান্নান, ফাঁপর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কামাল হোসেন, সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাইদুর কবির সাজু, সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাস, সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম তোহিদ, বিএনপিনেতা এস এম রাসেল মামুন, আল আমীন পেস্তা, আতাউর রহমান মিঠু, রাসেদুজ্জামান রকিব, এস আই শফিক, আতাউর রহমান টুকু, মোজ্জাফ্ফর হোসেন, এবিএম মিলন, সদর উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুস সালাম খান রুবেল, যুবনেতা শাহিনুর ইসলাম শাহীন, সোহেল রানাসহ ১১টি ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
