স্টাফ রিপোর্টার
বগুড়া, ১৩ আগষ্ট ২০২৫ বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ বলেছেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড শুধু ব্যক্তিগত নয়, এটি বাংলাদেশের স্বাধীন গণমাধ্যমের কণ্ঠস্বরকে আঘাত করা হয়েছে।

গাজীপুরে জনবহুল এলাকায় প্রকাশ্য দিবালোকে সাংবাদিক আসাদুজ্জামান তাহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে এই হত্যাকাণ্ডের জড়িত সকল সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সারাদেশে সাংবাদিকরা বেশ কদিন ধরে রাজপথে সাংবাদিক আসাদুজ্জামান হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সভা, সমাবেশ ও মানববন্ধন করছে।
কালাম আজাদ আরো বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিষয়ে আমরা সাংবাদিক সমাজ বতর্মান সরকারের কাছে আহবান করছি হত্যাকাণ্ডে জড়িত সকাল খুনিদের ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার আইনে ১৫ দিনের মধ্যে চার্জশিট প্রদান করতে হবে। ইতিপূর্বে যে সকল সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বিচার এখনো বাংলাদেশের মাটিতে হয়নি।
সাংবাদিক সমাজ তুহিন হত্যাকাণ্ডের বিচারের রায় দ্রুত কার্যকর করবেন এটি সাংবাদিক সমাজের দাবি। বুধবার বেলা ১২টায় বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাবের আয়োজনে বগুড়া-ঢাকা মহাসড়কে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক সানোয়ার হোসেনের সঞ্চলনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম সজীব, সিনিয়র সাংবাদিক সাজেদুর রহমান সবুজ, মেজবাউল আলম মেজবা, খন্দকার আতিকুর রহমান, শাহাদাত হোসেন, সাইদুজ্জামান তারা আরিফুর রহমান মিঠু, নজরুল ইসলাম মিলন, আনোয়ার হোসেন প্রমুখ। মানববন্ধনে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি রফিকুল ইসলাম রফিক, মাঝিড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যবসাযয়ী আব্দুল জব্বার, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শাহিন আলম, সাহেব মেম্বার, মনজুরুল ইসলাম রিপন, নাজিরুল ইসলাম, রিয়াজুল ইসলাম, সুচন্দন, খাজা রতন, শাহ আলম, জাকারিয়া আলম, মুক্তা সরকার, শিবলু রহমান, সবুজ, আব্দুল কাইয়ুম সহ শাহজাহানপুর উপজেলা কর্মরত সকল সাংবাদিকবৃন্দ। বাসস
#news #pranershohorbd #Bangladesh

