স্টাফ রিপোর্টার:
গাজীপুরের চান্দানা চৌরাস্তায় প্রকাশ্য কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলার সকল সাংবাদিক।
রবিবার (১০ আগস্ট) বিকেল ৪ টায় বগুড়ার সারিয়াকান্দি প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন স্থানীয় সাংবাদিকরা। এ কর্মসূচির আয়োজন করে সারিয়াকান্দি প্রেসক্লাব।
প্রতিবাদ সভায় বক্তারা তুহিন হত্যার দ্রুত বিচার, নিহতের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক ক্ষতি পূরণ এবং দেশের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এসময় তারা বলেন সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা বেড়েই চলেছে, এসব ঘটনার অধিকাংশ ক্ষেত্রে বিচার হয় না। এতে দুর্বৃত্তরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
সারিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আকতারুজ্জামানের সভাপতিত্বে এবং জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি রহিদুর রহমান (মিলন) সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক আমিনুল ইসলাম (হিরু), মো.রফিকুল ইসলাম, আব্দুল লতিফ, সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাহাদত জামান, মডেল প্রেস ক্লাবের সাংগঠনিক মো.হারুনুর রশিদ,পাভেল মিয়া উক্ত প্রতিবাদ সভায় আর উপস্হিত ছিলেন, সারিয়াকান্দি মডেল প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংবাদিক রাশেদ মন্ডল, রফিকুল ইসলাম, সামিউল ইসলাম সনি , সাফি, ফরহাদ, মাহমুদুল হাসান (মুঞ্জু), জাহিদ, লিটন প্রমুখ।
বক্তারা বলেন, দিনের আলোয় একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা শুধু সাংবাদিক সমাজ নয়, গোটা জাতির জন্য লজ্জাজনক। এটি শুধু ব্যক্তিকে হত্যা নয়, গণমাধ্যমের স্বাধীনতা, সত্য প্রকাশের অধিকার ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলার বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে হবে। তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি সংবাদকর্মীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ও আইনগত সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা। এতে উপজেলার প্রিন্ট ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

