বগুড়া প্রতিনিধি:
কাহালু-নন্দিগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মোশারফ হোসেনের নামে মিথ্যা সাংবাদিক সম্মেলন করার পর নিজের ভুল স্বীকার করে পুনরায় সাংবাদিক সম্মেলন করেছেন শেরপুর উপজেলার বিশিষ্ট ইট ভাটা ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ ফিরোজ আলী।
গতকাল সোমবার শেরপুর প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শেরপুর উপজেলা বিএনপির সহসভাপতি ফিরোজ আলী লিখিত বক্তব্যে বলেন, একটি মহলের হীন চক্রান্ত অনুধাবন না করে আমার প্রাণ প্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট শিল্পপতি মোশারফ হোসেনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করি। যা ঠিক হয়নি। এতে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে অর্জিত সম্মান হানীসহ তার মালিকানাধীন সনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানেরও সম্মান হানী হয়।
মূলত একটি স্বার্থান্বেসী মহল আমাদের মাঝে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছিলো। আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আমার দলীয় জ্যেষ্ঠ নেতা সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন এবং প্রাণপ্রিয় দল বিএনপি এর নিকট ক্ষমা ও দুঃখ প্রকাশ করছি।
