দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
নিউইয়র্ক, ২৮ সেপ্টেম্বর – বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ও স্ন্যাপচ্যাটের সাবেক চিফ স্ট্র্যাটেজি অফিসার (সিএসও) ইমরান খান শনিবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি বাংলাদেশে বিনিয়োগের গভীর আগ্রহ প্রকাশ করেন।
১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গিয়ে ইমরান খান পরবর্তীতে প্রযুক্তি খাতকেন্দ্রিক বিনিয়োগ ব্যাংকার হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পান। বর্তমানে তিনি আলেফ হোল্ডিংয়ের চেয়ারম্যান এবং ২০১৮ সালে প্রতিষ্ঠিত বিনিয়োগ প্রতিষ্ঠান ‘প্রোইম অ্যাসেট’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী।
অধ্যাপক ইউনুস বাংলাদেশে দ্রুতবর্ধনশীল ফিনটেক, স্বাস্থ্যসেবা ও সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগের আহ্বান জানান। জবাবে ইমরান খান বলেন, “আমি আপনার কাজের ভীষণ প্রশংসক। আপনি আমাদের জাতীয় গর্ব।”
ইমরান খান পূর্বে জেপি মরগ্যান ও ক্রেডিট সুইস-এ কাজ করেছেন এবং আলিবাবার ইতিহাস গড়া আইপিওতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্ন্যাপচ্যাটের বাজারমূল্য শূন্য থেকে ৭২৮ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতেও তার বড় অবদান রয়েছে।
তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ আরও অনুকূল হয়েছে। ফিনটেক খাতে অপরিসীম সম্ভাবনা রয়েছে এবং তরুণ জনগোষ্ঠীর কারণে প্রবৃদ্ধির সুযোগ বিশাল।”
অধ্যাপক ইউনুস তাকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান। খান নিকট ভবিষ্যতে সফরের আশ্বাস দেন। এ সময় ইউনুস প্রস্তাব করেন, শীর্ষ মার্কিন বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের অন্তত এক শতাংশ সামাজিক ব্যবসা উদ্যোগে বা একটি বৈশ্বিক সামাজিক ব্যবসা তহবিলে বরাদ্দ করতে পারেন। এ প্রস্তাবে ইমরান খান ইতিবাচক সাড়া দেন।
সাক্ষাতে এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

