https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 21 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

সেরা বিদ্যাপীঠে ২৯ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি বগুড়া আজিজুল হক কলেজে

admin
September 21, 2025 12:35 pm
Link Copied!



বগুড়া প্রতিনিধি:

‎বগুড়ার আজিজুল হক কলেজ ছাত্র সংসদ (আকসু) নির্বাচন ২৯ বছর অনুষ্ঠিত হয়নি। শেষবার ১৯৯৬-৯৭ মেয়াদের নির্বাচন হয়েছিল। এরপর থেকেই বন্ধ রয়েছে নির্বাচন। ফলে শিক্ষার্থীরা নিজেদের দাবির কথা প্রশাসনকে জানাতে পারছেন না। বিকাশ ঘটছে না নেতৃত্বেরও। এ অবস্থায় দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীর।
‎উত্তরবঙ্গের শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯৩৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও অবিভক্ত বাংলার বিশিষ্ট শিক্ষাব্যক্তিত্ব স্যার আজিজুল হকের নামে স্থাপিত হয়েছিল। এরপর থেকে প্রতিষ্ঠানটি এ অঞ্চলে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে কলেজে শিক্ষার্থীর সংখ্যা ২০-২২ হাজারের মতো।

‎সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৬ সালে আকসু নির্বাচনে ভিপি-জিএসসহ গুরুত্বপূর্ণ প্রায় সব পদে নিরঙ্কুশ জয় পায় জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ওই সময় ছাত্রদল থেকে একেএম রাশেদুজ্জামান মাসুম ভিপি, ছাত্রশিবিরের ইউছুব আলী জিএস এবং ছাত্রলীগের আমিনুল ইসলাম ডাবলু এজিএস নির্বাচিত হয়েছিলেন। অর্থাৎ এই শিক্ষাপ্রতিষ্ঠান নেতৃত্বের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। কিন্তু দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় সে পথ বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীদের দাবির মুখে ২০১৭ সালে ছাত্র সংসদ ভবনটিকে সংস্কার করে কমনরুম করা হয়েছিল। তারপর থেকে এখন পর্যন্ত কোনো সংস্কার হয়নি।

‎আকসুর সাবেক জিএস এবং বগুড়া জেলা সিপিবি নেতা আমিনুল ফরিদ বলেন, তৃণমূল ও জাতীয় রাজনীতিতে সফল নেতৃত্বের অভাবে স্থানীয় রাজনীতিতে দুর্বৃত্তায়ন মাথাচাড়া দিয়ে উঠেছে। আকসুর সাবেক ভিপি সুইন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার প্ল্যাটফর্ম আকসু অকার্যকর হয়ে আছে। এর কারণে গণতান্ত্রিক সহিষ্ণুতা চর্চা, শিক্ষা ও মূল্যবোধের জায়গাটি ধ্বংস হয়ে গেছে।

‎সাবেক জিএস এবং পরবর্তীতে ভিপি একেএম রাশেদুজ্জামান বলেন, আকসু অবশ্যই ছাত্র অধিকারের কথা বলার জায়গা। দ্রুত আকসু নির্বাচন হলে ভালো হয়। সাবেক জিএস মোহাম্মদ ইউসুফ বলেন, নির্বাচনের দরকার আছে। নির্বাচন ছাড়া নেতৃত্ব বিকশিত হবে না।

‎শহর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাল মিলিয়ে আকসু নির্বাচনও হবে বলে মনে করি।
‎বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, আমিও আকসু নির্বাচন চাই। কিন্তু আসলেই কি আজিজুল হক কলেজে নির্বাচন হবে প্রশ্ন অনেক শিক্ষার্থীদের।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।