স্টাফ রিপোর্টার
বগুড়া সদর উপজেলা নুনগোলা ইউনিয়নের আশোকোলা গ্রামে রানু বেগম তার স্বামীর নির্যাতন সহ্য করতে না পেয়ে বাঘোপাড়ায় সংবাদ সন্মেলন করেন।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে আশোকোলা ঘাসুয়াপাড়া গ্রামের শাহিনের স্ত্রী রানু বেগম জানান তার স্বামী আশোকোলা গ্রামের মৃত রইচ উদ্দিনের পুত্র ও নুনগোলা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহিন।
তার সাথে গত ২২বছর পূর্বে বিয়ে হয়। তাদের ঘরে ৩জন পুত্র সন্তান রয়েছে। তাকে ঠিকমত ভরণ পোষণ দেয় না। গোপনে সে নাকি আরও একটি বিয়ে করেছে। সে কারণে নির্যাতনের মাত্রা আরও বেড়ে দেয়। এই সূত্র ধরে সে ২৫/৯/২২ ইং তারিখ অনুমান সকাল ৮ টায় বিনা কারনে আমাকে লোহার রড, কাঠের বাটাম দিয়ে অমানষিক নির্যাতন করে রক্তাক্ত যখম করে। উপস্থিত স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও বলেন আমি আমার স্বামীর অত্যাচার সহ্য করতে না পেয়ে সংবাদ সন্মেলনে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের নিকট তার বিচার দাবী করছি।