এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
স্বৈরাচারী শাসন আমলে আমাদের দেশের ছাত্র/ছাত্রীদেরকে মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত করেছে। শিক্ষার্থীরা সুবিধাবঞ্চিত এলাকায় টিউটরিং এবং শিক্ষামূলক কর্মশালার অফার করে এই ব্যবধান পূরণ করতে পারে, নিশ্চিত করে যে প্রতিটি শিশুর শেখার এবং বেড়ে ওঠার সুযোগ রয়েছে। এই নতুন যুগে, অন্তর্ভুক্তিমূলক এবং সহনশীল সমাজ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্ররা এমন উদ্যোগের নেতৃত্ব দিতে পারে যা আন্তঃধর্ম এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপকে উন্নীত করে, সামাজিক বিভাজন হ্রাস করে এবং জাতীয় ঐক্যকে উৎসাহিত করে।
বৃহস্পতিবার (২০ই ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া সদরের নামুজা ইউনিয়নের বামনপাড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরন ও সাংকৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল। অত্র বিদ্যালয়ের নবর্নিবাচিত সভাপতি বগুড়া সদর উপজেলা বিএনপির সহসভাপতি জামিউল ইসলাম রুবেল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অত্র স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মাজেদ।
অনুষ্ঠানে বরেন্য অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা প্রকৌশলী মোবারক হসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এসএম রাসেল মামুন, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুবকর সিদ্দিক মাষ্টার। উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আব্দুল হান্নান, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তহিদুর রহমান তৌহিদ, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমীন পেস্তা, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবিএম সিদ্দিক, ফাঁসিতলা এনবিআর ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জাহান আলী, অভিভাবক সদস্য নুরুল ইসলামসহ অনিকে। শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

