শেরপুর বগুড়া প্রতিনিধি:
আজ ১৯ আগস্ট মঙ্গলবার প্রজাতন্ত্রী বাংলাদশ সরকার ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় বগুড়া জেলার শেরপুর উপজেলার অভ্যন্তরীণ জলাভূমি/ বর্ষাপ্লাবিত ধানক্ষেত/ প্লাবনভূমি/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ১০৩ কেজি , রুই, কাতলা, স্বর পুঁটি, মৃগেল মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
জানা গেছে, শেরপুর উপজেলার মৎস্যবীজ উৎপাদন খামার ও উপজেলা মৎস কর্মকর্তার উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করেন শেরপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক খান। এসময় বগুড়া জেলার মৎস্য কর্মকর্তা কালীপদ রায়,
শেরপুর উপজেলার মৎস্য কর্মকর্তা মোছাঃ শারমিন আক্তার, মৎসজীবিরা উপস্থিত ছিলেন।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

