আসছে শুক্রবার (১০ অক্টোবর) সাংবাদিক এম.এ রাশেদের জন্মদিন। এ দিনে তিনি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যিনি তাঁকে সুস্থ রেখেছেন, ভালোবাসায় সিক্ত করেছেন এবং মানুষের ভালোবাসায় বেড়ে উঠার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
তিনি তাঁর শ্রদ্ধেয় বাবা-মা, শিক্ষকবৃন্দ, বড় ভাই-বোন, প্রিয় সহকর্মী ও সহপাঠী, আত্মীয়-স্বজন, ছোট ভাই-বোন এবং বন্ধু-বান্ধবদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন। বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন দেশ-বিদেশে থাকা সকল শুভাকাঙ্ক্ষীদের, যারা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, টেক্সটসহ বিভিন্ন মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
এম.এ রাশেদ বলেন, "জন্মদিন প্রতিটি মানুষের জীবনেই একটি বিশেষ দিন। আমার মতো একজন ক্ষুদ্র মানুষের জন্যও এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আবেগময়। আজকের এই দিনে ফিরে দেখি শৈশব, কৈশোর আর তারুণ্যের বহু বাঁক পেরিয়ে আজকের আমি। এই পথচলায় তৈরি হয়েছে গল্প, স্মৃতি আর অভিজ্ঞতার পাথেয়।"
তিনি আরও বলেন, "আমি কৃতজ্ঞ আমার বাবা-মায়ের প্রতি, যাঁদের অবদানেই আমি আজ পৃথিবীর আলো দেখতে পারছি। আমি দোয়া চাই আপনাদের সবার কাছে, যেন আমি একজন কলম সৈনিক হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশের সেবা করতে পারি।"
জীবন সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে তিনি বলেন,"জীবন প্রতিটি মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তবুও এই পথচলা যদি সততা ও ভালোবাসায় ভরপুর হয়, তবে জীবনটা হয়ে ওঠে সার্থক। আমি বিশ্বাস করি, যারা তাদের কর্মগুণে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে, তারাই প্রকৃত অর্থে জীবন্ত ইতিহাস হয়ে ওঠে।"
পরিশেষে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, "আমার জন্মদিনে সবার কাছে একটাই অনুরোধ- আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন ভালো মানুষ, দায়িত্বশীল সাংবাদিক ও সমাজের উপকারে আসা একজন নাগরিক হিসেবে নিজের পথচলা অব্যাহত রাখতে পারি।"
সাংবাদিক এম.এ রাশেদ।
তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয়- দৈনিক গণমানুষের আওয়াজ বগুড়া জেলা প্রতিনিধি, বার্তা সম্পাদক – আলোকিত বগুড়া, প্রাণের শহর বিডি সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ও সাধারণ সম্পাদক ধুনট উপজেলা প্রেসক্লাব - বগুড়া।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মিন্টু ইসলাম
Mintuislam59@gmail.com
ইপেপার