স্টাফ রিপোর্টার:
আজ ১৫ জুলাই মঙ্গলবার রবির নতুন সিমে ৬০ জিবি ইইন্টারনেট ফ্রি উপলক্ষে রাজধানীর উত্তরায় দক্ষিণখান রবি এন-৪ হাউজ এর ডিস্টিবিউশন ম্যানেজার আরিফুল ইসলাম আরিফের সভাপতিত্বে গ্রাহকদের ৬০ জিবি ফ্রি জানাতে এই র্যালী অনুষ্ঠিত হয়েছে।
এসময় রবি নতুন সিমে ৬০ জিবি ফ্রি উপলক্ষে কেক কেটে উদ্বোধন করেন রবির এন-৪ হাউজ এরিয়া অফিসার সানোয়ার শাহাদাত। এসময় তিনি বলেন রেজিষ্ট্রেশন হওয়ার সাথেই ৪০ মিনিট ৮ জিবি মুল ব্যালেন্স ৫ টাকা পাবেন। এক বছরের মধ্যে ৬০ জিবি ফ্রি পাবে রবি নতুন সিমের গ্রাহকেরা।
তবে কিছু শর্ত মানতে হবে গ্রাহকদের রবি সিম চালু রাখতে হবে এবং সপ্তাহের রবিবার এই অফার রবি এ্যাপ থেকে ১ জিবি ফ্রি নিতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন রবি সুপার ভাইজার সাইদুল ইসলাম, রিপেল ইসলাম, আসাদ হোসেন, নাসির উদ্দীনসহ বিপিরা উপস্থিত ছিলেন।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
