https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 12 July 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কিশোরগঞ্জ
  7. কৃষি বার্তা
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. গনমাধ্যাম
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্টগ্রাম
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

‘ওই ধর ধর গরু চোর আইচে’আতংকিত এলাকাবাসী

admin
July 12, 2023 11:45 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

‘ওই ধর ধর গরু চোর আইচে, গরু চোর ধর।’ রাত গভীর হলেই এমন চিৎকারে ঘুম ভাঙে গ্রামবাসীর। প্রতি রাতে দু-তিনবার এমনটা ঘটে। প্রায় প্রতি রাতেই এমন অবস্থায় অতিষ্ঠ গ্রামবাসী। একমাত্র সম্বল গরু চুরি হওয়ায় বিপাকে পড়েছে অনেক পরিবার।

ময়মনসিংহের সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ও চর নিলক্ষীয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে এসব ঘটনা ঘটছে। গত এক থেকে দেড় মাসে সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অন্তত ৪০টি গরু চুরির ঘটনা ঘটেছে। একই সঙ্গে চুরি হয়েছে চর লক্ষ্মীপুর কাছিমুল উলুম জামে মসজিদ ও মাদরাসার কবরস্থানের ৯টি মরদেহ।

গরু চুরি ঠেকাতে গত শুক্রবার (৭ জুলাই) চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিট পুলিশিং সভা করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ। বিট পুলিশিং সভায় জানানো হয়, এসব এলাকায় ৩০ জনের কমিটি করা হবে। তাদের একটি করে পরিচয়পত্র দেবেন। পরিচয়পত্র দেখিয়ে রাতে ওই এলাকায় সন্দেহজনক লোকদের তল্লাশি করতে পারবেন। প্রতি রাতে কমিটির পাঁচজন করে এলাকায় ডিউটি করার কথাও বলা হয় ওই সভায়।

এরপর থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টহল টিম নিয়মিত প্রতি রাতে ডিউটি করে আসছেন। এরপরও গরু চুরি কমছে না।

খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলার লক্ষ্মীপুর সরকার বাড়ি থেকে জাহেদ সরকারের উন্নত প্রজাতির পাঁচটি গাভী, ভাটিপাড়া মড়লপাড়া এলাকার নেজামুল ইসলামের উন্নত প্রজাতির তিনটি গাভী, নয়াপাড়া শহিদুল ইসলামের উন্নত জাতের একটি গাভী, চর হরিপুর এলাকার জালাল ডিলারের পাঁচ গরু চুরি হয়েছে।

চর ঈশ্বরদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের খালবাড়ি এলাকার কামাল হোসেন বলেন, চর হরিপুর, বাজিতপুর, আলালপুর, গ্রামে অন্তত ৪০টি গরু চুরি হয়েছে। আমারও দুটি গাভী আছে। গত এক দেড় মাস যাবত রাতে না ঘুমিয়ে গরু পাহারা দিচ্ছি। শুধু আমি নয়, আমার মতো যত গরুর মালিক আছেন সবারই একই অবস্থা। বড় ধরনের চক্র এসব গরু চুরি করছে। পুলিশ যদি এদের গ্রেফতার করতে না পারে, তাহলে নিরাপত্তার অভাবে গরু বিক্রি করা ছাড়া উপায় নেই।

চর লক্ষীপুরের নয়াপাড়া এলাকার কৃষক শহিদুল ইসলাম বলেন, আমি খুব গরিব মানুষ। সমিতি থেকে টাকা তুলে গাভীটি কিনেছিলাম। গাভীটি দৈনিক ১৫ লিটার দুধ দিতো। ওই দুধ বিক্রির টাকায় সমিতির কিস্তি পরিশোধ ও সংসার চালাতাম। গাভীর দাম হবে অন্তত আড়াই লাখ টাকা। গাভীটি চুরি হওয়ার পর থেকে খুব কষ্টে আমার দিন কাটছে।

তিনি আরও বলেন, যাদের গরু আছে কারোই চোখে ঘুম নেই। প্রত্যেকেই রাতে নির্ঘুম থেকে গরু পাহাড়া দিচ্ছেন। দিনের বেলায় কোনো কাজ করতে না পারায় পরিবার নিয়ে বিপাকে আছি।

এসব এলাকার মাইনউদ্দিন, মফিদুল ইসলাম, হাসিম উদ্দিন, হেলাল মিয়াসহ অন্তত ২০ জনের গরু চুরির চেষ্টা করেন। তবে, এলাকাবাসী টের পেয়ে ধাওয়া দেওয়ায় চোরেরা গরু রেখে পালিয়ে যায়।

স্থানীয় আলিমুল হাসান বলেন, ওসি বিট পুলিশিং সভার পর নিয়মিত এলাকায় পুলিশ পাহাড়া দিচ্ছে। গরু চুরি ঠেকানো না গেলে কিছুদিনের মধ্যে গ্রাম গরু শূন্য হয়ে পড়বে।

চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা সেলিম বলেন, সম্প্রতি আমার ইউনিয়নের কয়েকটি গ্রাম থেকে অন্তত ৩০টি গরু চুরি হয়েছে। চুরি ঠেকাতে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমানে প্রতি রাতেই গ্রামে গ্রামে পুলিশ টহল দিচ্ছে। আশা করছি, অচিরেই চুরি কমে আসবে এবং চক্রটিকে পুলিশ গ্রেফতার করে আইনের আওতায় আনবে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, এসব এলাকায় গরু চুরি নিয়ন্ত্রণে বিট পুলিশিং সভা হয়েছে। গরু চুরি ঠেকাতে প্রতি গ্রামে কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এসব এলাকায় নিয়মিত রাতে টহল পুলিশ ডিউটি করছে। অচিরেই চোরদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।