এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
“রক্তের প্রয়োজনের সবার পাশে” এই মানবিক স্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনটে অনুষ্ঠিত হলো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৮টায় ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসা প্রাঙ্গণে এই ক্যাম্পেইনের আয়োজন করে আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক।
আল খিদমাহ কওমী ওয়েলফার ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পেইনের সভাপতিত্ব করেন আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের প্রধান নির্বাহী ও আল খিদমাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুফতী আশেকে এলাহী শিবলী। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব হাফেজ মাওলানা আরিফুল্লাহ (দা.বা.)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট দারুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা শফিকুল ইসলাম (দা.বা.)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল খালেক (দা.বা.), আল-ইহসান কওমী হেলথ সার্ভিস নেটওয়ার্কের ইমার্জেন্সি সার্ভিস কো-অর্ডিনেটর মুফতি সৈকত আহমাদ (দা.বা.) এবং সেক্রেটারি মাওলানা হাফেজ রবিউল ইসলাম (দা.বা.)।
ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক ছাত্র ও শিক্ষক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন। এ সময় সংগঠনের চিফ মেন্টর হানজালা আজাদী, সহ-সভাপতি মাওলানা মাসুদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, অর্থ সম্পাদক জিহাদ আল হাসান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সাদসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই ধরনের আয়োজন ধুনট অঞ্চলে রক্তদানের প্রতি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবতার সেবায় এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।
