এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী দিগর গ্রামে ভিমরুলের আক্রমণে এক কৃষক দম্পতি আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে নিজ বাড়ির আঙিনায় গৃহস্থালির কাজ করার সময় রুহুল আমিন (৩৭) ও তার স্ত্রী রানী খাতুন (৩৫) আকস্মিকভাবে এই বিপদের মুখে পড়েন।
প্রতিবেশীর একটি মাঝারি আকৃতির আমগাছে থাকা ভিমরুলের মাচা হঠাৎ ছত্রভঙ্গ হয়ে দম্পতির ওপর আক্রমণ চালায়। এতে রানী খাতুন গুরুতর আহত হন। তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে ভিমরুল কামড় দিলে তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। রুহুল আমিনও মাঝারি মাত্রার আঘাত পান।
ভিমরুলের কামড়ে দম্পতির আহত হওয়ার ঘটনাটি গ্রামের মানুষের মাঝে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
আহত কৃষক দম্পতি ও স্থানীয়রা ভিমরুলের বাসা অপসারণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সহায়তা কামনা করেছেন। কেউ ব্যক্তি উদ্যোগে এগিয়ে এলে সম্মানী প্রদানের আশ্বাসও দিয়েছেন তারা।
