এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া শাজাহানপুর উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি এনামুল হক শাহীন বলেছেন, উপজেলার প্রতিটি স্তরে তৃনমুল নেতাকর্মীদের সু সংগঠিত করে দেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ ও পুনঃজাগরন করতে হবে।
শনিবার (৫ নভেম্বর) দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের এক যৌথ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভুমিকা এবং জনগনের প্রতি তিনি যে দায়িত্বপালন করেছেন সেই আদর্শে জনগনকে উজ্জীবিত করতে হবে এবং আগামী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ ভুমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি সহ সভাপতি আবদুল হাকিম মন্ডল, হাজী তমেজ উদ্দীন, ইদ্রিস আলী সাকিদায়, সাধাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেছ উদ্দিন, আবু সানী, স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আজাদুল ইসলাম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ ডেস্ক: থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
