এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘিতে চোলাই মদসহ কাজল পাহান (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গত শনিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার ইশবপুর গ্রামে তার বাড়ি থেকে মদ বিক্রি কালে ৩ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শ্রী কাজল পাহান উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইশবপুর গ্রামের মাখন পাহানের ছেলে। এ ব্যাপারে রাতে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যায় বগুড়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ খ অধিদপ্তরের সদস্যরা উপজেলার ইশবপুর গ্রামে কাজল পাহানের বাড়িতে অভিযান চালিয়ে বিক্রি কালে ৩ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী কাজল পাহানকে গ্রেফতার করে আদমদীঘি থানায় সোর্পদ করেন। গতকাল রোববার দুপুরে কাজল পাহানকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ ডেস্ক: থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
