এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ সংবিধান দিবস উদযাপন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উন্মে কুলসুম সম্পার সভাপতিত্বে শুক্রবার সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলায় সমাবেত হয়। এর পর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন।
নতুন খবর হলো স্বাধীনতার ৫০ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে সংবিধান দিবস। এবছর থেকে ৪ নভেম্বর ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে ‘ক’ ক্রমিকে পালিত হবে।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জান, শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান সহ আরও অনেকেই।