এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনটে সড়কের পাশে পলিথিন কাগজে মোড়ানো এক অজ্ঞাত নবজাতক মেয়ে সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ই নভেম্বর) রাতি সাড়ে ৭ টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নে কুমিরাডাঙ্গা গ্রামের পার্কের গেটের সামনে,কলাগাছের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল অনুমান ৪টার দিকে ওই রাস্তা দিয়ে স্থানীয় এক পথচারী ব্যক্তি যাওয়ার সময় একটি লীল রংয়ের কাগজ কলাগাছের ঝোপের ভিতর দেখতে পান। এসময় ওই ব্যক্তি কাছে গিয়ে দেখে কাগজের ভিতরে একটি নবজাতকের মরদেহ।
পরে বিষয়টি তিনি আরো কয়েক ব্যক্তিকে অবগত করেন এবং ধুনট থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ধুনট থানার উপ- পরিদর্শক এসআই মোঃ রুহুল আমীন জানান, খবর পেয়ে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত নবজাতকের কোন পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
অধিকতর তদন্ত সাপেক্ষে নবজাতকের মা বাবাকে খুঁজে বের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।