এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
“প্রশিক্ষিত যুব উন্নয়ন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকালে যুব র্যালি শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। সভাশেষে বিভিন্ন পেশায় প্রশিক্ষনপ্রাপ্ত ১২ জন যুবক যুবতীর মাঝে ৫ লাখ ৮০ হাজার টাকার ঋনের চেক বিতরণ করেন প্রধান অতিথি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম খান, পুলিশ পরিদর্শক জিল্লুর রহমান, পিআইও আমির হোসেন, কুতুবুল আলম, ছিদ্দিকুল জাহান, আনোয়ার হোসেনসহ অন্যান্যরা ।
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ ডেস্ক: থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
