এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার ২৮ নভেম্বর বেলা১১ টায় আদমদীঘি উপজেলা সভাকক্ষে এই প্রস্ততিমুলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ ফজলে রাব্বী, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, প্রকৌশলী রিপন কুমার সাহা, থানার ওসি রেজাউল করিম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর রহমান, গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আবির উদ্দীন, সাংবাদিক হাফিজার রহমান, খায়রুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান, পুজা উদযাপন পরিষদের সম্পাদক মিহির কুমার সরকার প্রমুথ। এছাড়া একই বৈঠকে মাসিক আইনশৃংখলা ও মাসিক সাধারণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।