এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘিতে হেরোইন ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার উথরাইল গ্রামের আবুল হোসেনের ছেলে ইমদাদুল হক (২৭), ছাতিয়ানগ্রাম হারদামপাড়ার অপো প্রামানিকের ছেলে বাবলু ওরফে বাবু (৫৫) ও ঘোষপাড়ার বেলালের ছেলে নাগর (২৭)। এ ঘটনায় থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
পুলিশ জানান, গত মঙ্গলবার রাতে মাদক বিরোধী অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ওই তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে এমদাদুল হকের নিকট থেকে এক গ্রাম হেরোইন ও অপর মাদককারবারি বাবলু ওরফে বাবু ও নাগর-এর নিকট থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, গতকাল বুধবার গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
