http://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 9 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. গাইবান্ধা
  10. চাকরি
  11. জয়পুরহাট
  12. জাতীয়
  13. ঢাকা
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার কাহালুতে এঙ্গেল চুরির অপরাধে মারপিটে কিশোরের মৃত্যু থানায় মামলা

admin
January 9, 2023 10:22 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার কাহালুতে ২/৩টি লোহার এঙ্গেল চুরির অপরাধে চাতাল মালিক ও তাঁর লোকজনের মারপিটের শিকার পাভেজ (১৫) নামের এক কিশোর মারা গেছে। পারভেজের মৃত্যুর খবর শুনে পালিয়ে গেছে চাতাল মালিক সহ তাঁর লোকজন। গতকাল সোমবার খবর পেয়ে পুলিশ ওই কিশোরের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পারভেজ বগুড়া সদর উপজেলার এরুলিয়ার রতন আলীর পুত্র।

কাহালু থানা পুলিশ সুত্র জানান,পারভেজ ও তাঁর বাবা-মা শেখাহার সাজ্জাদের চাতালের কাছে বসবাস করেন। সম্প্রতি সাজ্জাদের চাতালের চুলার এঙ্গেল চুরি হলে, চুরি দায় স্বীকার করে পারভেজ। দায় স্বীকার করার পর সাজ্জাত ও তাঁর লোকজন গত রোববার পারভেজকে মারপিট করে একটি ঘরে আটকে রাখে।

ওইদিন বেলা আড়াইটার দিকে বিষয়টি নিয়ে সাজ্জাদের চাতালে শালিস বসে। ওই শালিসে জানানো হয় এঙ্গেলগুলো পারভেজ ১”শ টাকায় একটি দোকানে বিক্রি করে। ওই শালিসে বীরকেদার ইউ পি সদস্য যবিবর রহমান যবু পারভেজের কাছ ২ হাজার টাকা জরিমানা আদায় করে সাজ্জাদকে দেন।

জরিমানার টাকা দেওয়ার পর পারভেজকে বাড়িতে নিয়ে যান তাঁর পিতা-মাতা। পারভেজের পরিবার থেকে বলা হয়েছে তাঁদের ছেলেকে সাজ্জাদ ও তাঁর লোকজনের মারপিটে বুকে ব্যাথ্য হওয়ায় ঘটনার দিন রাত ১ টার দিকে মারা যায়।

কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় পারভেজের মা পারভীন বেগম বাদীয় হয়ে ৩ জন এজাহারভূক্ত সহ আরও ১/২ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ ডেস্ক: থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।