এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার কাহালু উপজেলার সদর ইউনিয়নের মহরাবানী গ্রামের পূর্ব শুক্রতার জের ধরে গত শনিবার রাতে কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকার মাছ নিধন করেছে।
উপজেলার মহরাবানী গ্রামের জামাল উদ্দিনের পুত্র জামিল হোসেন একই গ্রামের মতিউর রহমানের পুত্র শ্যামলের নিকট হতে পুকুর পত্তন নিয়ে মাছ চাষ করে আসছিল।
মৎস্যচাষী জামিল হোসেন জানান, তার পুকুরে শিং, পাবদা, টেংরা, রুই ও সিলভার সহ বিভিন্ন প্রজাতির মাছ বিষ প্রয়োগ করে মাছ ণিধন করা হয়েছে। এতে তার প্রায় ৪ লাখ ক্ষতিসাধন হয়েছে। এ ব্যাপারে অভিযোগের প্রস্তুতি চলছিল।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।