এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার কাহালু পৌর স্বেচ্ছা সেবকলীগের কার্যালয়ের সামনে গত রোববার (২৭ই নভেম্বর) রাতি ১১টার দিকে একটি ককটেল সাদৃশ্য পটকা বিস্ফোরিত হয়েছে। এই ঘটনার পরপরই সেখান থেকে বিস্ফোরিত বস্তুর আলামত ও দুটি ককটেল সাদৃশ্য কৌটা উদ্ধার করেছে পুলিশ।
পৌর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি রাগিবুল হাসান রাগিব জানান, ককটেল বিস্ফোরণ হওয়ার পর ঘটনাস্থল এলাকার পাহারাদার আমাকে ফোন করেন। তাঁর ফোন পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ওসিকে ফোন করেছি।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন জানান, এ ঘটনায় একটি জিডি করা হয়েছে। উদ্ধারকৃত দুটি কসটেপ দ্বারা মোড়ানো বস্তু পরীক্ষা করে দেখতে হবে, সেটি ককটেল না পটকা।
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ ডেস্ক: থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।