এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
মঙ্গলবার দুপুরে নবাগত বগুড়ার কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ইউ পি চেয়ারম্যানবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, কাহালু সদর ইউ পি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেল্লাল হোসেন, বীরকেদার ইউ পি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন, দূর্গাপুর ইউ পি চেয়ারম্যান শাহ মো. মাসুদ হাসান রনজু, মালঞ্চা ইউ পি চেয়ারম্যান মো. নেছার উদ্দিন, জামগ্রাম ইউ পি চেয়ারম্যান প্রভাষক মো. মনোয়ার হোসেন (খোকন), নারহট্র ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রহিম, মাওঃ মো. আব্দুল জলিল, কালাই ইউ পি চেয়ারম্যান জোবায়দুল ইসলাম (সবুজ) প্রমূখ।
ফুলেল শুভেচ্ছা জানানোর পর স্ব স্ব ইউ পি চেয়ারম্যান তাদের পরিষদ সর্ম্পকে নবাগত ইউএনও মেরিনা আফরোজকে অবগত করেন।
এছাড়াও নবাগত ইউএনও মেরিনা আফরোজ কাহালু প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে এক মতমিনিময় করেন।